Blog Details

blog

২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২ এবারই প্রথমবারের মতো শুরু হয়েছে স্থায়ী কমপ্লেক্সে পূর্বাচলে।দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি ফুড স্টল নিয়ে মেলার কার্যক্রম শুরু হয়েছে।
দেশের রপ্তানি পণ্যের প্রবৃদ্ধি ও বাজারে বৈচিত্র আনার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং অন্যান্য সহায়ক সংস্থা এই মেলার আয়োজন করে আসছে। UNDP বাংলাদেশের উদ্যোগ নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস আনন্দমেলা(https://anondomela.shop/) এবারই প্রথম মেলায় সরাসরি অংশগ্রহণ করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তদের তৈরি দেশি পণ্য নিয়ে সাজানো হয়েছে স্টলটি। উদ্যোক্তদের পণ্য পরিবহন, প্যাকেজিং এবং সার্বিক সহায়তায় কাজ করছে একশপ।

আনন্দমেলার স্টলটি পেয়ে যাবেন মেলার বি ব্লকে এবং RS- 11 নং স্টলে।